সুখগুলি উড়ে যায় ঈগলের ঠোঁটে
ভেতরে রক্তক্ষরণ লাল মেঘে ভাসে।
নদীর সমতলে ঝোপ হয়
চৌচির হয় বুক -পরগাছা শিকড়ে
আমি চিৎকার করিনা- চিতকার করতে পারিনা
শুধু নির্পলক চেয়ে থাকি- চেয়ে দেখি লাল দিগন্ত
আমার লোহিত কনিকার আবির ধরে
গোধূলী এনেছে সময় রেখায়
আমি আবারো একবার দেখি অর্কের মুখ
মেঘের গাঢ় ছায়া- ছলছল জল ধরে
অবোধ মায়ার আঁচলে মুছছে আঁধার
আমি হাত বাড়ায় -ল-অ-ম-বা
যতদুর পারি- ছোঁয় যেন অর্কের ছায়া
সে ছায়া মায়া সভ্যতার্- আমারই ইতিহাস
গুহাচিত্রের লালিত আল্পনা
আমি নতজানু হই-
সজোরে ছোঁবল মারি মাটির বুকে
খুবলে আনি হৃদপিণ্ড
চিতকার করে উঠি -আহ্! জীবন