নিঃসঙ্গ রাত্রির কালো ফুঁড়ে
কুয়োজলে জলকেলীর জলসা হয়
কালির রঙ পাল্টে লেখা হয় ক্রোড়পত্র..
.... লিপিষ্টিক রঙে।
কালো হাতি হেটে হেটে দরপত্রের ডাক পাঠায় নাগরিক শহরে...
কুয়োজলের আল্পনা কলুষিত হয় খোলা ডাকে
ঝরঝরে জলে নাকি নির্ঝরের অলীক স্বপ্ন
কুহকী রম্ভা কৃষ্ণপক্ষের ...
ত্রিকালের পত্রবীজে অরণ্য হয়
ঝরাপাতার সুর বাজে শহরের গলিতে
ইন্দ্রজালের গল্প হয়---
লোক মুখে.... লোকসভায় প্রকাশ্যে।
ভোজরাতে ভ্রুণ গড়ার আসর হয়
কামাগ্নী নেভাও শিরোনামে-
সম্ভ্রম ভুলে।
কতক কালির কলুষে
কৃষ্ণবর্ণ হয় শহর মানচিত্র।