তারপর বৃষ্টি আসুক
ধুঁয়ে নিক অপবিত্রতা, দাম্ভিকতাও।
এ সবুজ মাঠে খেলে যাক মিঠেল ঢেউ।
এবার বৃষ্টি এলে নিশ্চয় ধুঁয়ে যাবে
ভেসে যাবে ঈর্ষা - ঘৃনাও,
যতটুকু পুষে আছে এ মনে ।
কর্দমাক্ত মলিনতা ধুঁয়ে খেলে যাবে সোনা রোদ।
দমকা বৃষ্টিতে স্নান শেষে আমি মুছে নিই
অমানুষের ছাপ, ধর্মান্ধতাও।
খড়গের শানিত ধার ম্লান করে
মানবিক ছাপ আঁকি এ বোধের প্রান্তরে।
যুথবদ্ধ দাবার নামীয় রাজনীতি বন্ধ হয়ে
এ নাগরিক শহরে ফিরে আসুক সাম্য,
সহিষ্ণুতার হোক অবাধ বিচরণ।
না হয় মুছে যাক ...
যে টুকু মানুষ আছি - বোধও।
চিনে নিক ওরা, ওদের সম্প্রদায়ের
অমানুষই আমি, আমি ওদেরই লোক।
পরিশিষ্ট্য...
বৃষ্টির অবাক জল চোখ,
চিড়িয়াখানার বন্দি খাঁচায় দেখছে কতক আদিম মানুষ- হাস্যকর ..
অবুঝ কজন সদ্য কিশোরের অবাক চোখ, কানাকানি,
অতি উৎসাহীদের ভিড়ে ।