তুমি জেগে আছো.....
.......বেশ!
ঝলমলে আলোর রাত পার করো তুমি,
আমার একলা রাতের অনুভব-
......তুমি ভালো আছো!
আর বেঁচে থাকা আমিও ভাবি,.....
...রাত যায়!
আমার সকাল আসে রোদের ডগায়,
পথ হাটা আমি'র শিশির দ্যুতির সকালে,
বড়োই অন্ধকার!
পায়ের নখটা রক্ত ঝরার গল্প করে
আমার হাটায় উঁসখুঁস ছন্দেরা হাফিয়ে উঠেছে
স্বস্তির অস্বস্তির মাত্রা এড়িয়ে
আমার গন্তব্যের ঠিকানা
ডাকপিয়নের খামে ....বেভোর ঘুমে!
হতে পারতো তোমার নূপুর জলসায়.....
দুপুর গড়ানো পথ বড্ড অন্ধকার...
....দূরত্বে আমি
পুরু অন্ধকারের কোলাজে
...চেয়ে খুঁজি সীমান্ত
দৃষ্টি সীমার বাইরে....
ছায়া,...আমিই .....
কিংবা আমাদের! অস্তিত্বের গল্পে
অস্তিত্বের গল্পেরা খুব অস্বস্তির হয়...
তাইনা?
চঁড়ুই বাসায় ঘর বোনার শিল্প,..
...কম যে!
গল্পরা আকাশ হয়.....
গল্পেরা অসীম হয়.....
খুব ঘুম চোখে....
আমি তোমাকে ছুঁইয়ে থাকি.
নষ্ট হওয়ার ...
....গল্পে
গাঢ় ঘুমে!
হালকা ঘুমে স্বপ্ন হয়......
...... তুমি জান তোহ!!