মেঘের মতো আধার আসে কয়োটের চোখে
বনসাই বেঁচে থাকা ঘিরে
ধুলো ঝড়ের আবর্তে নিয়ত ঘূর্ণি খাওয়া আমি
বাতাসের মতো লম্বা দীর্ঘশ্বাসে বলি
বুড়ো বটে আঠা ঝরছে-
পালানো জোনাক আলো ঘর ভুলেছে
অদ্ভুত আঁধার ঘিরে পুকুর ঘাটের শানসিঁড়ি
পা পিছলেই রক্ত ক্ষরণ- চুপসানো বিকেলে
আপন জল ভোলা ইলিশের বাস ঝুড়িতে
নিথর রাতের বুক পকেটে জমা কাসুন্দি
নোটবুকের খসড়ায় জন্মান্তরের হিসেব
হাড়পোকার ঠোঁটে খাদ্য খোটার স্লোগান
তবু অনুশাসনের আতসী কাচে জীবন খুঁজি
আকাশের নীল মাখে ঠোঁটের দেয়ালে
আগুন পোড়ে লিপিস্টিক পরশে...তবু
একটুও ধোঁয়া নেই -
চোখের রাংতায় জল নেই টলটলে
বালিয়াড়ী দুঃখ গুলো জমাট বেঁধেছে শুধু
কাকর -পাথরের বিবর্তনে
পত্রবীজের সবুজ খোঁজা বেমানান
তারচেয়ে এই ভালো .......
চাঁদ ভাঙা জোছনা -বাঁশতলার নিরুদ্বেগ ঘুম