অরুন্ধতী বাসনা ছায়া সঙ্গী হয়
ক্রমবর্ধমান গাঢ় আলোয় ম্রিয়মাণ।
স্বপ্ন ছোঁয়া বাসনার পালল ভূমিতে
জন্মে আগাছা-
শেয়ালকাটার হলুদ ফুল।
দীর্ঘশ্বাসে দেখি সীমানা,
কামনার অভিসম্পাতে,
কাঁঠালীচাঁপার বনবাসী প্রান্তরে।

আকাশের স্বপ্ন এতোকাল যা মুঠোবন্দী ছিল
নীলের সাথে আঁড়িকেটে তার বুকে
সাদা-কালো মেঘের আস্তর
দীর্ঘশ্বাস ছাড়িয়ে যায় নীলের প্রান্তর
তোমার ছায়ার অস্তিত্ব নেই সেখানে।
দীর্ঘশ্বাসে পোড়া বুকের অভিলাষ তাই
ছোঁয়না তোমায়।

আজকাল বাতাসে আদ্রতা নেই
আদ্রতা নেই জল মায়ায়,
জল শহরের রাস্তায় স্বপ্নেরা বড়ই অথর্ব।
যেমন আকাশ ভাসা রামধনু পথ নেই
জল-রোদের লুকোচুরি গল্পের প্রেক্ষাপটে।
তেমনি ভুলেছে গাঁথা-
"মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে
খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে।"

তোমার ভুলে যাওয়া আমার মত।


২৭জুলাই ১৫ মধ্যরাত।