বস্তুত ঢিলে হয়েছে রাত খোঁপার ক্লিপ
চিরুণি হাতের অবিন্যস্ত সঞ্চালনে
গঙ্গায় সেবার ঢল এসেছিল
ধুঁয়ে নিয়েছিল সব অপবিত্রতা নাগরিক শহরের
যেদিন স্বর্নলতার মিছিল হলো
মাটিতে শেঁকড় আছে বোলে
আর লজ্জাবতী ভুলে গেল কুঁকড়ে যাওয়া অচেনা স্পর্শে
কলাপাতার মতো মেলে ধরা স্বলাজ চিহ্ন
ফেরী হলো শহরের গলিতে,মোড়ে,মহল্লায়
আঁচলের পাড় ভুলে
শ্বাস ভুলে গেল গঙ্গা......
ঢেউ দোলা জলের মিছিল হলো
শ্লোগান গুলি আছড়ে পড়লো চরায়
এতো পাপ ধোঁয়ার জল নেই যে তার বুকে
দুই- -
রিমঝিম ঝিম রাত নূপুরের বাজনা
সুরের লহরী ধরে ঝুম আঁধারে
ঘরের মেঝে ছুঁয়ে মটকায়
আমি জেগে যাই ....
জেগে থাকি উতরোল ঢেউয়ে
সুর বাজে মস্তিষ্কের তানপুরায়
কতক গ্রন্থি ঘেঁসে ....
নেমে আসে সুরের মহড়ায়,..
নৈশব্দের জল জোছনায় পুলকিত অঙ্গের ভাটিয়ালী ধরে
প্রচ্ছদে বিরাম চিহ্ন .,..... রঙের আঁচলে