(কাব্য চায় নান্দনিকতা ও সদার্থক মনোভাব)
কতবার হেনেছে হানা শ্বাপদ সংকুলে
তবু টিকে আছে এ মাটি জল কাদা।
মমতায় গড়ে নেয় সবুজের প্রাণ
আকাশ ঝরা বৃষ্টির গানে সিক্ত হয়ে।
এই আমার বেঁচে যাওয়া ভালবাসা
বুকের অতলান্দ্রে হিমঝড়ের প্রলেপ মোড়া
বালক রাতের গল্প,
উঠোনে ঝরে পড়া হলদে চাঁদের অভিমান।
ইচ্ছে হলে এসো -
ইলিশ জলের হাওয়ায়
হাসি মেখে আছড়ে পড়া ঢেউয়ের বিছানায়,
লুকোচুরি গল্পের আসরে।
দু,হাড়ি রূপকথার জলসায়,
এসো, গাঙশালিকের পদ্য পাঠে ।
শুনে যেও ....
চোখ গেল পাখির বিলাপ গাঁথা
হুঁতুম ডাকা রাতের ফুল শয্যায়
ডুঁকরে ওঠা সন্ধ্যা মালতির অভিমানী মৃত্যুর উপাখ্যান।
আর কুয়াশা রাতের শিউলী ঝরা কান্না।
না, তোমাকে ভেজাবে না মেঘজল
তোমার আঁচল ভেজার ভয় নেই।
"কুটুম এসেছে বসতে দাও"
কদমের ডালে বসা ময়নার ঠোঁটে
এ গল্প শুনতে ...চলে এসো,
কৃষ্ণচূড়ার লাল বিছানা পুকুর পাড়ে
আঁধবেলা বসে যেও .......ভালবেসে,
অথবা অবহেলায়।