(উৎসর্গ:- আসরের কবি প্রিয় আগুন নদীকে
যিনি আমাকে সবচেয়ে বেশি লেখার প্রেরণা যুগিয়েছে আন্তরিক ভালবেসে)


রাতঝরা গল্পে নির্ঝরে কৃষ্ণ বর্ণের
ক'য়ের আঁচড়,
ইরেজার ভুলে যায় ......
.........রাত পাখিটা,
ভুলে যায় ক্ষত হয় কথা বলা "ক" এ
কলতলার গল্প কান কথা হয়
কলকলে বরফ গলার গীরিখাদে

রেক্টারে স্কেলিং হয় ভূ-কম্পনের মাত্রা
প্লেটনিক গড়বড়ে,

ধ্বংসের শিরোনাম হয় ক এর কম্পনে
মাত্রা বেড়ে ...

ম্যানগ্রোভ ছোঁয়া শ্বাস,কাঁচুলী খোলার হিসেব কষে ঝরঝরে অক্ষরে....
..... কলম ঝরা কালোর
কোলন শিরোনাম হলে "ক"এর কিইবা ক্ষতি বলো?

দুই-

দিব্যি রইলো তোর ....

ক্লোন "ক"এর কৃষ্ণবরণ
বরণ ডালায় মানায় না রেহ !