! এবার হস্তে গজ ফিতা ধর লম্ব ভুমিতল
ইঞ্চি ফুটে মাপতে হবে কার চোখে কতজল
?কি যায় আসে যদি ভেসেই গেল নদী
অতল জলে ভেসে গেল সপ্ত পুঁজার বেদী
,জল থৈ থৈ জল থৈ থৈ জল টলমল
জল চ্যুইয়ে যায় জল চ্যুইয়ে অবিরল
।পাক্কা জমিন, সব যে আমার ভাইস্যা গেল
মানুষ নাইরে! হাসি আমার সাঁতরে রলো
।।আয় আয় চৈ চৈ আয় আয় চৈ চৈ
জল থৈ থৈ জল থৈ থৈ জল থৈ থৈ
চোখের কানায় জল,
ভাসছি আমি ভাসছে নদী
টুপ টুপা টূপ টুপ টুপা টুপ
নৃত্য তালে অবিরল।
নভেম্বর ১৪ ইং