দুজন বুঝে রাত জাগা সেই গল্পগুলো ওড়ে
গাছের ডালে হলদে পাখির লাল ঠোঁটের গান
শান্ত নদীর গভীর তলে স্রোত ডাকা বান
দুকূল ভাষা অথৈ নদীর উপচানো সেই পাড়
রাত পরীর উড়াল পাখা কোথা গেল ঝরে
আধেক রাতের হঠাৎ জাগা মন নাচানো তান
টানা সুরের মৌ পোকাটার গুনগুনানি ঐ সুর
এখন ওসব অলীক গাঁথা রুপকথার এই বনে
কল্পলোকের অলীক গানে মন নাচে না মন
জোছনা ঝরা তারার মাঠে নিঝুম পরীর নাচ
হঠাৎ জাগা একলা রাতে ঘুম ভাঙ্গা দুচোখ
হাতের পিঠে কচকিয়ে নিই স্বচ্ছ জ্যোতির খোঁজে
চোয়াল ভাসা দুচোখ নদী কাঁপছে তিরতির
বুকের মাঝে গুমরানো ঢেউ নদী ভাঙ্গে পাড়
আকাশ আলোয় আর আঁকেনা স্নিগ্ধ মুখ ছবি
উদাস আলোয় রাত নাচেনা জোছনা জলের মাঠ
তবু আকাশ মায়া খোঁজে রাত জাগা সেই রাত