"উৎসর্গ-আসরের কবি প্রিয় দীপঙ্কর কে"
আকাশ গলে মায়া ভেজালো বৃষ্টি নিজে ভিজে
ভিজে ঝরনা হলো উপত্যাকায় পাহাড়ের
নাব্যতা ছুঁয়ে ঝরনা গলে চিরা বুকে
আজ ঝরনা গলার পালা.......
.. দেহ-তত্বের সুরে
সীমানা জুড়ে লাল মেঘের আনাগোনা
আরো একটু উত্তাপ বাড়ুক রাত আকাশে
নীল নীল যন্ত্রনায় ভরুক লাল পাহাড়ের ঠোঁটে.......
পাক না স্বস্তি-
...চুমুকের গাল ভেঁজা স্বাদ
উপত্যকা জুঁড়ে জলরাশি
জলডুবে লুকোচুরী নদির টিলায়
.জল সাঁতারে কেটে যায় রাত