নদীর জল সিঁথেনে বিলি কাটে মায়াবী বাতাস
মৃদু ঢেউ ওঠে জলতরঙ্গের সুরে...
...... কেঁপে যায় জলমায়া নিবিড় অনুভবে।
কতকাল পরে শ্যাওলা ফুলে রঙ মেখেছে প্রজাপতি,
জলকুমারীর স্বপ্ন ধরে পরাগ ঝরার
হাসি বিলোয় প্রজাপতি রঙে
জল ঝরা বেদনার শীতল অভিলাষ।
বুকের কার্নিশে জমা হয় মায়া,
অবুঝ কিছু অনুরাগের তুলির আঁচড়ে
উঠান ভরে ঝরা শিউলীর গাঢ় সুর
প্রেক্ষাপটের বুক জুড়ে চিত্রাংকন।
কখন যে থেমে গেছে সুর পিয়ানোয়
তার খোঁজ রাখেনি আরব্য রজনীর রাত
শুধু রাত গোমরানো আঁধার জানিয়ে দিল চাঁদ জাগেনি রাত আকাশে
নীলের সিমানা জুঁড়ে মেঘ ভাসা বাতাসের কান্না-
তারপর প্রতি ভোর জাগে শিশির ঝরা
চোখের অতৃপ্ত অনুযোগে
ঝরা শিশিরের শব্দ গুনি-
টুপটাপ জল ফোটায়।
লেখা বেলা ২টা পয়লা জুন2015।প্রকাশ ও মুদ্রন স্বত্ব- সিমন।