আজানের সুরে ঘুম ভাঙ্গে চোখের।

খিড়কী খুলে,সরুপথ ধরেই
আরাধনার স্থাপত্য।

গম্বুজের বিস্ময়কর সৌন্দয্যে আটকে থাকে মাতৃঋণ।

তারপর শুধুই এবাদতের লক্ষে...

অযুর পানিতে মোসাওবিদা করে স্নিন্ধ পবিত্র ...শিশু হয়ে যায়।আলহামদু লিল্লাহ।

ভেজা মাটির উর্বর গন্ধে বুক ভরে শ্বাস নিই।

ওয়াক্তীয় নেশায় বুঁদ হয়ে আছি...