আমরা কবিদের সৃষ্টিশীল বলি।কেন?সৃষ্টিশীলের সংগা কী?
কবিতার ভাষা,শব্দচয়ন,উপমা,চিত্রকল্প,উপাস্থপনা যদি গতানুগতিক হয় তাহলে কি সেটি সৃষ্টিশীল হলো?
গত শতকের দুটি উল্লেগযোগ্য কাব্য আন্দোলনের পরে এ সময়ে একটি আন্দোলন চলছে।
কবিতার একটি শর্ত,সময়ের শাব্দিক চাহিদা পূরণ ও সদার্থক মনোভাব।যে কবিতা সময়কে ধরে রাখবে তাকে সময়ই টিকিয়ে রাখবে।
আজকের এই কবিতা আন্দোলন হলো কবিতার ভাষা পরিবর্তনের আন্দোলন।কবিতা সমাজের ভাষা পরিবর্তনের দায় নেয়নি,দায় নিতে চায় কবিতার সাথে বসতিগড়া লোকগুলোর মানষিক দৃষ্টিভঙ্গী ও দৃশ্যকল্প গঠনের পরিবর্তনের।
যারা এখন বলছেন এ কবিতা দূর্বোদ্ধ তারাই কদিন পরেই এঁর সহজ গুনে মুগ্ধ ও চমকিত হবেন।এটাই নিয়ম।
কবির শব্দের দায় থাকতে হবে।শুধুমাত্র কবিতার কাছে।না সমাজ,না রাষ্ট্র,না ধর্ম।আর নিজের পরিবারের দায়,সে অন্য স্যাপার।
আজকের একঝাঁক তরুন কবি শব্দ ও ভাষার বিকল্প ব্যবহার শেখাচ্ছেন কবিতায়।পাঠককে মন্ত্রমুগ্ধ করছেন তার সার্বিক রূপে।আর সে কবিতা পাঠককে নাড়া দিয়েই সাড়া জাগিয়েছেন।
২০১৭ দাড়িয়ে গত শতকের প্রথমার্ধের ভাষায় কবিতা লেখা কতটা যুক্তিযুক্ত?পাঠক এ ভাষার কবিতা আর কতকাল পড়বে?