আমার সব কথা পেরিয়ে গেছে
   রাত্রি শহর।
         আনমনে।
পেঁচাও ডাকে রাত পাখি সে!
   ভাঙছে প্রহর।
           গুণ্ঞ্জনে।

স্বপ্ন যখন মেঘের সওয়ার
     গুমট হাওয়ায়।
         ভর করে।
মেঘ ঝরা সে মেঘ কাল রঙ
     উঠোন দাওয়ায়।
           ঘুম ঘরে।
বাড়ছে শহর অর্ক ঘড়ি
         সোনাই চেনো?
           মীরারে?
ঘড়ির বাড়ী বাড়ছে নাকি?
       বুকের বাড়ী
           খুন করে।