প্রস্থ-গভীরতার হিসেব না জেনেই সংখ্যাতত্ত্বের সীমনায় লুকিয়ে রাখি বহুবচন।
চন্দ্রের সবুজ মাঠে হাটতে হাটতে পড়ে ফেলি,
তৃতীয়া তিথির অমিমাংসিত সুত্র,সম্পর্কের দীর্ঘসুত্রিতা,থেলিসের জলতত্ত্বের ফ্রয়েডীয় রূপান্তর,কোন এক শনিবারের অনার্য্য বিকেলে।
সে এবং আমি'র ক্যালেন্ডারে পুড়তে থাকা রবির আগুনে পৃথিবীতে শুধু আমারই ছায়া।
আমি শব্দটি মুলতঃ একবচন।