যে কথা কম বলে তার ভালদিক সে লিখবে
বেশি বেশি লিখবে;
কারণ তার কথা শোনার মানুষ নাই
তবে পাঠক অজস্র।।
তুমি লিখতে থাকো;
যেভাবে লিখেছেন কবি নজরুল,রবীন্দ্রনাথ
বাংলা ,উড়িষ্যা কিংবা রাজকোটে,
তুমি শিখো উড়তে ডানামেলে তুমি চুপ থাকো
তুমি সফল তুমি শুধু লিখতে শেখো।।
তুমি জানোনা জীবনানন্দ কি খু্ঁজে পেয়েছিলো তার বনলতাকে?
দরকার পড়েনি বনলতা সবসময় তার কাছেই ছিল
ছবি হয়ে তার অন্তরের ধরনীতে।।
বিশ্বাস করে দেখোনা,
খুঁজে পাবে বিশাল এক পৃথিবী।।
খুব কম মানুষি জানে,
খুব মানুষে খুঁজে পায়
নিজের মাঝে লুকিয়ে আছে বিশাল এক জগৎ।
তুমি কি চাও? তাই পাবে;
শুধু বিশ্বাস করে চেয়ে দেখো
হৃদমাঝারে।।