তোমার মায়ায় আটকে গেছি আমি
বড্ড বেশি আটকে গেছি তোমাতে।
অর্ধ চন্দ্র যখন একটুকখানি হেলান দেয়,
চিনচিন করে উঠে বামপাশটাতে।
কেউ একজন তো মহুর্তটার জন্য
পাশে থাকার কথা ছিলো।

নষ্টালজিয়ায় বিষণ্ণতা যোগ হয়ে যায়
তখনই বোধগত মায়া কারণ।
তিক্ততা, ঘৃণা, অবহেলা, প্রতারণা
অর্ধ ভূখণ্ড বিরহ।
তবে কি দূরে থাকা যায়!
মায়া রয়ে যায়, আটকে থাকতে হয়।

যুক্তিহীন বিচ্ছেদ, কামনাহীন প্রেম
আঘাত কি হৃদয়ে বাসা বাঁধে!
নিউরনেও বাসা বাঁধে।
স্থায়িত্ব যতো স্বল্প হউক,
মায়া চিরস্থায়ী।

দুর্গম হয়ে থাকা, প্রেমশূণ্য চৌচির হাহাকার
তোমারইতো অনুপস্থিতি।
তোমার প্রেমে মগ্ন হয়ে যে হয়েছে কামনাহীন
তুমি কি কামনাতেই মগ্ন!
মায়া তোমাকে গ্রাস করে না।
তুমি দেবী,তুমি সৃষ্টির প্রাচীনতম শিল্প।
তোমার মায়ার কোটি প্রাণ স্তব্ধ
তুমি থেকে যাও কল্পগল্পের রাজকুমারী হয়ে।

অঙ্গে অঙ্গে মিশে থাকা তোমারই মায়া
প্রতিটি কোষের হাহাকার।
এতো এতো অার্তনাদ, প্রবলতম মিশে যাওয়া ইচ্ছে
পূর্ণতা পাওয়ার নেশায়।
সবইতো মায়ায় আটকে আছে।

প্রেম, ভালোবাসা,
রোমাঞ্চ, ভালোলাগা,
রাগ, অভিমান, ঝগড়া, বিচ্ছেদ,
খুনসুটি, স্বপ্ন, চিন্তা-চেতনা,
যৌনতা, কামনা, সঙ্গম।
সব ই তো মায়া।
মায়ার জালে আটকে আছে প্রকৃতি।
মায়াতে বন্দী প্রতিটি প্রাণী।

মায়া
১১/১০/২০১৭
অনিক মজুমদার