শুধু তুমি নেই বলেই
সাড়ে সাতশত কোটি মানুষ থাকা সত্ত্বেও কেউ নেই।
শুধু তুমি নেই বলেই
ভালোবাসা ফেরী করে বেড়ানো মানুষগুলোও ফিরে যায়।
শুধু তুমি নেই বলেই
হুতামাহর ভয়েও প্রার্থনাতে মন বসেনা। কোন কিছুই কাবু করছেনা।
শুধু তুমি নেই বলেই
সুসজ্জিত ফেরদৌস আমার কাছে অর্থহীন। আমাকে লোভ গ্রাস করছেনা।
শুধু তুমি নেই বলেই
যৌবনের তীব্রতর কালেও আমি কামনাহীন। আমাকে মোহে ফেলতে পারেনি ওই ললনা।
শুধু তুমি নেই বলেই
কড়া নেশার স্কচ আমার মস্তিষ্ক অকেজো করে নাহ। মারিজুয়ানায় ঠাঁসা ওই পাইপটাও আমায় নেশায় ফেলে নাহ।
শুধু তুমি নেই বলেই
ভার্চুয়ালে এতো এতো মানুষ, তবুও আমি একা। খুব বেশি একা।
শুধু তুমি নেই বলেই
কতগুলো রাত চেষ্টা করেও নিদ্রাহীন রাত্রিযাপন। ইনসোমোনিয়ার তীব্রতায় ডুবে আছি।
শুধুই তুমি নেই বলে।
তুমি নেই বলে
১৫/১০/২০১৭