হাইট,ওয়েইট,হিপ সাইজ,ব্রেষ্ট সাইজ
সবই যেনো পারফেক্ট!
ভালো বলো,খারাপ বলো অথবা বলো পারভার্টেড
তুমিইতো বিশ্বমঞ্চে করেছো উম্মুক্ত।
নামমাত্র বক্ষবন্ধনী আর অন্তর্বাস নামক পোশাক
নেশা তুলতে চাও কোটি দেবতার অন্তরে।
তুমি নারী,তুমি মাধুর্য, তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর্য।
তোমাতে মজেই বিশ্বব্রহ্মাণ্ড দেবতারা করেছেন জ্ঞানচর্চা।
তোমার তরেই তাজমহল তোমার প্রেমেই বিশ্বজয়ী কল্পকথা।
তুমি পণ্য!?
তুমি উপভোগ্য সামগ্রী!?
তবে কেনো তোমাকে কাঁপাতে হবে মঞ্চ। তবে কেনো তোমার ক্যাটওয়াকেই তোমার বিবেচনা!
কেনো বিসর্জন আত্মসম্মানবোধ, শরীরের মাপকাঠি কি তোমার যোগ্যতা!
ছুঁড়ে ফেলে দাও সব, স্তব্ধ করে দাও প্রতিটি রঙ্গমঞ্চ।
তোমার সৌন্দর্য তোমার ব্যক্তিত্ব, তোমার সৌন্দর্য তোমার জ্ঞান।
জেসিয়া, এভ্রিল অথবা জরিনা, আমেনা
প্রতিটি নারীই মুগ্ধতা। প্রতিটি নারীই সৌন্দর্য তীর্থ।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।
০৫/১০/২০১৭