কবিতা তুমি বরং থেকে যাও
যেভাবে থেকে যায় ডানা একটি প্রজাপতির তরে, নতুবা বিক্ষুব্ধ হও প্রথম আলিঙ্গনের মত।
অথচ আমাদের কথাছিল কবিতাই হবে জীবিকা নির্বাহের একমাত্র পথ।
আর সেদিন যেদিন জাতিসংঘের সম্মেলনে দাঁড়িয়ে রাষ্ট্র প্রধান মুখ ফুসকে বলে দেবেন তার প্রিয় কবিতার বইয়ের উৎসর্গপত্র।
আমাদের ঢের কথাছিল সালমা ও জুনাঈদের বিয়ের দেনমোহর হবে একটি গণতান্ত্রিক
কবিতা।
আর ফাঁসি দেওয়ার আগে যদি বাদীপক্ষ সংখ্যালঘুর পক্ষে একটি অগ্নিঝরা কবিতা পেশ করতে পারে বিচারকের স্বাক্ষর ছাড়া জামিন পাবে সেই আসামী।
আমরা ফের জিহ্বা লড়াবো যেদিন বাড়ির নাম্বার প্লেটের সাথে লিখা থাকবে যার যার নিজস্ব কবিতার নাম।