একুশ মানে রক্তে শিহরণ
ভয় ডরহীন প্রান
একুশ মানে চেতনায় জাগ্রত
শহীদের রক্তে বলীয়ান।
একুশ মানে ভাষার জন্যে
বিলিয়ে দিবে জীবন
একুশ মানে বন্দুকের সামনে
মাতৃভাষার স্লোগান।
একুশ মানে সালাম, বরকত
জব্বার আর কতিপয় দামাল ছেলে
দিয়েছো তোমরা বুকের তাজা রক্ত
সে রক্ত যাইনি তো বিফলে।
একুশ মানে রক্তে রাঙ্গানো
আমার ভাইয়ের শার্ট
একুশ মানে তীব্র সাহস
ভয় করি না বন্দুক বেনোয়ার্ট।
একুশ মানে মায়ের ভাষা
সেই ভাষাতে কথা বলতে চাই
একুশ মানে মধুর সুরে
মায়ের ভাষায় গান গাই।।