নীল আকাশের মুক্ত পাখি
উড়ছে দিকবিদিক
সন্ধ্যে হলেই নীড়ের মায়ায়
ফিরে আসবে ঠিক।

যতই যাক দূর গগনে
দূর নীলিমায়
তবুও সে নীড়ের কথা
কভু নাহি ভূলে যায়।

খড় বিছালী আর লতা পাতাতে
বানায় সুখের বাসা
সেই খানেতে সুখ অফুরন্ত
ফুরিয়ে যায় না ভালোবাসা।

পাখি নিজের মনের মাধুরী দিয়ে
গান গায় আপন সুখেতে
দোল খায় ছোট্ট নীড়েতে
কোনো দুঃখ নেই তার মনেতে।

নিজের হাতে তৈরি নিজের বাসা
থাকে সেথা পাখি পরম যত্নে
আসে যদি কখনো ঝড়ো হাওয়া
নীড় ছেড়ে যায় না দুরেতে।