আলোর পথ ধরে
যেতে চাই বহুদুরে
চাই না রাখতে ধরে
এ আঁধার।
দুঃখের দিনগুলি
যেন কখনো না ভূলি
ফিরে যেন না আসে
কখনো সে বারবার।
মিথ্যার মৃত্যুকূপে
ছলনার নানারুপে
পতিত যেন না হই
কখনো আবার।
হিংসার দাবানল
ভয় ঘৃনা আর ছল
থাকে না যেন মনে
কখনো সবার।
সত্যের সাত রং
গাঁয়ে মেখে সাঁঝো সং
সে রং যেন রাঙ্গিয়ে দেয়
হৃদয় তোমার।
অসৎ কাজে অপরাধ
অন্যায় করলে বরবাদ
করবে সবসময় অন্যের ভালো
এটাই হোক অঙ্গীকার।
অল্পতে মুখে হাসি
থাকে যেন বারো মাসই
বেশির আশায় অন্যের কাছে
করো না’কো ধার।
ভেঙ্গো না কখনো দল
হারাবে না মনোবল
একতাই শক্তি,রুখে দেবে সকল
অন্যায়-অবিচার।
পুরোনো কে নিয়ে ভেবোনা
ভাবলে তাকে পাবে না
নতুন আশা বুকে বেঁধে
সময় এখন এগিয়ে যাবার।।