হে সূর্য,
শীতের সকালে তোমার প্রতীক্ষা
কখন তুমি উঠবে পুব আকাশে
শেষ হবে সবার অপেক্ষা
কেটে যাবে সবার আলস্য।
হে সূর্য,
ঘন কুয়াশায় যখন তুমি থাকো ডেকে
কুয়াশার চাদর গায়ে মেখে
তুমি কি চাও না সবার
হাসি ফুটুক তোমায় দেখে।
হে সূর্য,
তোমার একটু খানি পরশ
আমাদের কত খানি প্রয়োজন
পৃথিবীর সব জীব-জন্তুর সাথেে
আছে তোমার নিবিড় বন্ধন।
হে সূর্য,
শীতের সকালের একটু খানি রোদ
এক টুকরো সোনার চেয়ে দামি
যাদের গরম কাপড়ের অভাব
তাদের কাছে কত প্রিয় তুমি।
হে সূর্য,
তোমার আলোয় আলোকিত পৃথিবী
দূর করো যত অন্ধকার
তুমিই সকল শক্তির উৎস
তুমি বিনা নাই বাঁচার অধিকার।।