কোথায় হারালো,কোথায় পালালো
কোথায় লুকালো সত্য
খুঁজেছি তারে আকাশ পাতালে
নেই কোথাও তার রাজত্ব।
মানুষের মাঝে সত্যকে খুঁজি
খুঁজি তারে প্রকৃতি মাঝে
খুঁজি তারে সবুজ বন-বনানীতে
খুঁজি তারে সকাল সাঁঝে।
সত্য আজ বড় অসহায় ,তাই
নিজেকে রেখেছে লুকিয়ে
মিথ্যার কাছে সত্যের ফুল
তীলে তীলে যাচ্ছে শুকিয়ে।
মিথ্যার মাঝে সকল মানুষ
সুখ খুঁজে পায়
ঠুনকো সুখের কারনে মানুষ
সত্যকে দলেছে দু’পায়।
হাজারো মিথ্যার সাথে যুদ্ধ করে
চলেছে সত্যের সন্ধানে
করি না ভয়,হবেই সত্যের জয়
দৃঢ় বিশ্বাস আছে প্রানে।