আকাশ সমান স্বপ্ন বেঁধে বুকে
এগিয়ে যাও, যাও এগিয়ে
দেখি তোমায় রুখবে এবার কে?
কোনো কিছুকে করবে না ভয়
ভাঙ্গবে তুমি বাঁধার পাহাড়
ছিনিয়ে আঁনবে জয়।
হারাবে তুমি অজানার উদ্দেশ্যে
জানবে তুমি সকল বিষয়
ফিরবে তুমি বীর বেশে।
করবে তুমি নতুন কিছু সৃষ্টি
পিছনে আর তাকানো যাবে না ফিরে
অদূর ভবিষ্যতে থাকবে তোমার দৃষ্টি।
সারাক্ষণ মুখে লেগে থাকবে হাসি
দুঃখ কষ্ট যেন সঙ্গী না হয়
দীন হীন অসহায় কে যেন ভালোবাসি।
চলবে সবসময় সত্যের সন্ধানে
মিথ্যার সাথে করবে না আপোষ
দুর্বল করবে না মন সামান্য অপমানে।।