তোমাকে এখন আমার আর
একটুকু মনে পড়ে না
এই বিশ্বাস আমায় করতে পারো
ভূলে গেছি তোমার ভাবনা।
জ্যোস্না মাখা চাঁদনী রাতেে
এখন ও আমি একাই বসে থাকি
আকাশের পানে চেয়ে দেখি
চাঁদটা ও আমার মতো একাকী ।
পথে এখন আমি একাই হাঁটি
আমার সাথে এখন কেউ চলে না
হাজারো মানুষ চলছে ছুটে
সবাই আমার কাছে কেমন যেন অচেনা।
এখন সময় সহজে শেষ হতে চায় না
প্রত্যেকটা ক্ষণ আমার কাছে বিরক্তিকর
সময় আমাকে সবার কাছ থেকে
চিরদিনের জন্য করে দিয়েছে পর।
তোমাকে মনে করে আর কি হবে
সেই তো তুমি আমার থেকে অনেক দুরে
তারপরও যতটুকু মনে পড়ে তোমায়
চাই ভালো থেকো, সুখে থেকো পরের ঘরে ।