বর্ষা এল বর্ষা এল
বৃষ্টি নামার ধুম
চোখের পাতা বন্ধ হয়ে
নেমে এলো ঘুম।
রিম ঝিম শব্দে বৃষ্টি
ঝরছে অভিরাম
সারাদিনই নামবে সে
নেই তো তার বিশ্রাম।
সকাল নেই বিকাল নেই
যখন তখন বৃষ্টি
চারিদিকে শুধু পানি আর পানি
যতদুর যায় দৃষ্টি।
সারাদিনই সূর্যের মুখ
যায় না দেখা আর
রাতদিন যায় না বোঝা
সারাক্ষণই অন্ধকার।
কালো কালো মেঘে যখন
লেগে যায় ঘর্ষন
বিকট শব্দে বিজলী চমকায়
মনে জাগে শিহরণ।