আঁধার রাতে জ্বালো আলো
দূর হবে অনামিশা
আলোর মাঝে জীবনের মানে
খুঁজে নাও সকল আশা।
ভোরের আলো দূর করে কালো
সজীবতা আনে প্রানে
আলোর ঝলকানিতে নতুন সুর
শোনা যায় পাখির গানে।
আলো আলো সবখানে আলো
যেন আলোরই খেলা
আলোর মাঝে নতুন প্রজন্মের
বসেছে মিলন মেলা।
এই আলো যে জ্ঞানের আলো
সবার মাঝে জ্বলে উঠুক
থাকবে না কেউ অন্ধকারে
ফুল হয়ে সবাই ফুটুক।
জ্ঞানের আলো জ্বলবে যখন
মানুষেরই অন্তরে
সমাজ থেকে অশিক্ষার অভিশাপ
দূর হবে চিরতরে।।