রাতের কাছে,চাইলাম আমি
এক ফোঁটা জ্যোস্নার আলো
বিনিময়ে পেলাম আমি
আঁধার রাতের কালো।
আকাশের কাছে চাইলাম আমি
এক টুকরো নীলাকাশ
পেলাম আমি তার কাছ থেকে
কালো মেঘের আভাস।
নদীর কাছে চাইলাম আমি
শান্ত ও টলটলে জল
তার কাছ থেকে পেলাম
পাড় ভাঙ্গা ঢেউয়ের দল।
পাখির কাছে শুনতে চাইলাম
মিষ্টি সুরের গান
বিনিময়ে সে আমায়
নিরবতা করলো দান।
ফুলের কাছে চাইলাম আমি
মৌ মৌ ফুলের ঘ্রান
বাগানে তারা শুকিয়ে গিয়ে
মনটাকে করে দিল ম্লান।
সবার কাছে চাইলাম আমি
একটুখানি ভালোবাসা
বিনিময়ে দিল সবাই
একরাশ হতাশা।।