এই শহর বিষন্ন শহর
রয়েছে আঁকা বাঁকা গলি
তারই পথ ধরে উদাস দুপুরে
একা একা আমি চলি।
চলার পথে পেলাম নাকো সবুজ
পেলাম নাকো কোনো ছায়া
কেমন করে জমবে বলো
এই শহরের প্রতি মায়া।
এই শহরের অভিরাম গতি
নেই একটু খানি বিশ্রাম
চেনা অচেনা মনের মাঝে
জমে না কোনো প্রেম।
এই শহরে নেই কো সেই
জোনাক জ্বলা রাত্রি
সন্ধ্যা হলেই জ্বলেই ওঠে
রং বেরংয়ের সোডিয়ামের বাতি।
এই শহরটা কাউকে করে না আপন
সে বড়ই স্বার্থপর
শক্ত শক্ত ইট পাথরের মতো
কঠিন যে তার অন্তর।।