শেষ রাতে ঘুম ভেঙ্গে যায়
ঝি ঝি পোকার ডাকে
হঠাৎ করে মনে পড়ে যায়
মমতাময়ী মা’কে ।
অনেক দিন হলো তোমার আঁচলতলে
ঘুমাই না’কো মা আমি
পাই না তোমার ভালোবাসা
আদর সোহাগ চুমি।
ছোট্ট বেলার দুষ্টামি গুলো
করতে পারিনা আর
করো না তুমি শাসন আমায়
দেও না কোমল হাতের মার।
তোমার মুখে খোকন সোনা ডাক
শুনি নাকো অনেকদিন
যতবার ডেকেছো ,ততই বেড়েছে
ধীরে ধীরে আমার ঋণ ।
মাগো, তোমাকে ছেড়ে কয়েকটা বছর
থেকেছি দুরে সরে
মায়া মমতার অভাবটা আমি
বুঝেছি তিল তিল করে।
মাগো তুমি করো আর্শিবাদ
জীবনযুদ্ধে হই যেন জয়ী
সকল বিপদে রাখবে আগলাইয়ে
মা, তুমি যে মমতাময়ী।