আর হাসবো না তোমার পানে
বলবো কথা নীরব জনে
পালিয়ে যেতে বল না মোরে
ভালোবাসো চুপটি করে।

আশা রেখো নিরব বনে
বলবো কথা আকাশ জনে
যেথায় কোকিল কুহু সুরে
কলঙ্ক নাই লোকজনে।

ভালোবাসা মিছে আশা
লোকে বলে রং তামাশা
ফুরালে স্বার্থ মিটবে আশা
রঙিন চোখে জাগে নেশা,
নেশার ঘোর কেটে গেলে
ভালোবাসা যাবে জানালা দিয়ে।