সুখি যদি হতে চাও সুখ তব চিনো প্রিয়
খোলা টুপিতে যদি তব সন্তুষ্ট খোদা
   মাজারে তব নাহি দিলে মালা!
দিনশেষে পাবে না 'ক' অবহেলা।

দিবস ও রজনী খুজিলে অন্ন
পরিশেষে হবে তব তুমি শূন্য!
   বাতাসে যদি মিলে শ্বাস
ছুড়োনা সেখানে ময়লার আঁশ।

যতনে যদি মিলেগো রতন
ভোজিয়ে দেখো প্রিতের যতন
কালো মানিক হবে গো আপন
সেথায় সুখ পাবে গো সুজন।