লালে লাল তুমি যে মাল
লাল জলে তুমি যে কাল
লাল গাড়ি চালিয়ে পেপারে
লাল করো সেনাবাহিনী বহরে।
ঐ লাল কন্যা রঙিন সিঁথি
হিজরার বেশে ঘুরো রাত্রি
ধর্ষকের চাও যে বিচার
তোমার শীকার করে যে চিৎকার।
গাজা খাও বিড়িতে ভরে
লেকচার দাও সমন্বয়ক সেজে
এজগতে তুমি যে মাল
লালে লাল তুমি যে কাল।।।