তিন বেয়ানের গাভী তারে লইয়া ভাবি
সতেরো বছর পুষিলাম তাহারে আমি
  যতনও করিলাম মনের মত করি
  আনিলাম ঘাস, প্রবাস ও ফেরি।

দোহাইলাম দুগ্ধ ভরিয়া বাটি
রাধিয়া পায়েস ,খাব আজই
সুদূরের কিসমিস মিশিয়ে তাহারে
সুগন্ধ ভরি ছরিয়া বাতাসে।

কালো বিড়ালের ম্যাও ম্যাও শুনে
লাঠি লইলাম ব্যারাক থেকে
দিলাম বিড়ালের গায়ে লাঠি
বিড়ালের রক্ত করিল আসামি।

পায়েসের বাটি রাখলাম খাটি
সাদা বিড়াল তব পাইছি আজই!
চুরি করা পায়েসের দিতে চায় না ভাগ,
পায়েসের রাধুনীর পালিয়ে কাটে রাত।