কবিতার ঝুড়ি সাজিয়েছি গোলাপ, পদ্ম, বেলী
ছন্দের সুরে মাতিয়েছি ঢোল ,তবলা ,হারমনি
মাটির কাছাকাছি যায়নি সুর রবি ঠাকুর বিশ্ব কবি
মোর ফুল ওঠেনি পূজায় হতে পারিনি কবি।
আমার সাজানো ঝুড়ি খোঁপাতে নাই বেলি!
আঁধারে গোলাপ, পদ্ম অফুটন্ত কবিতার রবি
তব রবি যেদিন সকাল সাজে
তব থাকবো না সেদিন তোমাদের মাঝে।
স্মরণসভায় কবিতার ঝুড়ি
একুশে পদক উত্তরসুরীর আলমারি
কবিদের কাব্যশালায় মোর ছবিখানি !
জীবন বইয়ের পাতায় অফুটন্ত মোর কবিতার ঝুড়ি।