ক্ষমা তব মাস্টার দ্যা
চরণ তলে ভব্য দ্যা
গুরুর চলে দিশারী মণ
নয়তো কভু কেহ আপণ।
গগন জুড়ি মেঘ মেলা
পথ তব রৌদ্রের খেলা
হারানো সুর কিঞ্চিত বেলা
ক্ষমা তব মাস্টার দ্যা।
আজি তব বাজে ঢোল
কষ্টের হাসি তব টোল
তোমাকে স্মৃতি তব বেলা
ক্ষমা তব মাস্টার দ্যা।।
সবুজ তুমি নয়তো রং
তব কেন সাজাও মণ
তোমাকে তব ভাবে মণ
ক্ষমা তবে, জ্ঞানশূন্য জীবন।।