ওগো সখী যন্ত্রণা দিও না মোড়ে
সহিবার হৃদয় হারিয়েছে অতলে
দিগন্তে অশ্রুর নদী ভাসে জলে
তব অশ্রু ঝরারে ডুব দিব অতলে।

পাবেনা ক খুঁজে তোমাদের স্বার্থ খেলায়
ভাসিয়েছি মোড়ে ,মহাসমুদ্রের ভেলায়
যেখানে দেখেছি মৃত্যু তব পেয়েছি তারে
তিনি পৃথিবীর বাদশা সৃষ্টি তব মোড়ে।

ওগো ছলনাময়ী যন্ত্রনা দিওনা মোরে
   মুক্তি কামনা তব তোমার তরে,
   স্বার্থ খেলায় তব নিঃস্ব এই কবি!
ভালোবাসার শ্রেষ্ঠ অভিনেতা যে তুমি।

ওগো বেইমান যন্ত্রণা দিও না মোড়ে
  সৃষ্টির বাদশা ডাক দিয়েছে মোড়ে!
পৃথিবীর হিসাব রইল তব ওপারে
উঁচুতে যতই তুমি, নিচু তব শেষ ডাকে।