ধন্য হয়েছি তব আপনার গণ্য
গণ্য আপনি তব করে মোড়ে ধন্য
ফাঁকা শীষ তব নহে কলমের প্রাধান্য!
    ভরিলে কালি তব হয় গণ্য।

ধন্য নেতা তব করে মোড়ে গণ্য
সস্থার পৃথিবীলয় তব শেষে স্বার্থ
  কে আছে মহান তব দ্বীপ রাত্র?
আপন গৃহে তব জ্বলে রংঙ্গের চন্দ্র।

    মহান নেতার তব মহান কর্মী
স্বার্থের খেলা তব পরাজয় ধ্বনি
আশার সিন্ধু তব রেখেছি বাধি
সংসদ স্পিকার তব বাজিবে বাঁশি।

এ বাঁশি বাজাতে তব সাজিয়েছি রণ
   হুংকার যদি তব দাবানল অগ্নি
স্বপে দিব মোড়া তব জীবনের রশ্মি!
হারাবো না তব গণ্য নেতার সম্মানি।