মন তুমি জানো না, কিছু কি বোঝো না
তুমি এতটা অবুঝ?
তোমায় সে ডাকবে না, ভালবাসবে না
ফিরে তাকাবে না পর্যন্ত!
তার হৃদমন্দিরে তোমাকে পূজা করবে না,
অন্য দেবতা সেখানে বেঁধেছে বাসা,
সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন, বিলাসি ভবিষ্যৎ গড়ে-
চিরকাল প্রেম-ভালবাসা বিনিময়ের তরে।
তারপরও তাকে আহ্বান করবে,
এই ব্যথিত, খন্ডীভূত, কলুষিত, ভঙ্গুর মনে-
কামিনী দেবীরূপে আরাধনার জন্যে?