আকাশ বুঝে, তবু বৃষ্টি বরষায়
বাতাস প্রতিকূলতা জেনেও বহে
চন্দ্র হাসে নদীর স্রোত ও ভাঙ্গন শব্দে,
সূর্য মেঘের আড়াল থেকে তাকিয়ে দেখে
জনপদের এই বিস্তীর্ণ জলা জীবন।
স্রষ্টার ক্রুদ্ধ, রুষ্ট, নিগ্রহতায়-
প্রকৃতি নির্মম, অত্যাচারী, বিভীষিকার রূপ নিয়েছে!
গৃহহীন, ক্ষুধার্ত, ছেঁড়া পোশাক ধারী চেহারায়,
বাঙালি তার "ভুখা-নাঙ্গা" স্বীকৃতি ফিরে পেয়েছে।