ব্যথিত মন সুখ চেনে না
ভাঙ্গা হৃদয় ভালবাসার ভাষা বোঝে না
পাখির গান তার কানে বিষময় লাগে,
প্রকৃতির মাঝে বিলাপের সুর খুঁজে

প্রার্থনায় অজস্র দুঃখ কামনা করে,
সব দুঃখ, কষ্ট, বেদনা চোখের নোনা স্রোতে যেন ভেসে যায়।
স্রষ্টা অন্তর্যামী, তার ডাকে তুষ্ট হয়।
কপাল থেকে সুখ চিরতরে কেড়ে নেয়
দুমুঠো ভরে অশেষ দুঃখ সম্পূর্ন জীবনের নামে ঢেলে দেয়,

দুঃখ-কষ্ট ছাড়া মন তখন কিছু বোঝে না বা চেনে না।
মন শক্ত হয়ে তিলে তিলে আবেগহীন হয়,
শত দুঃখ এলেও ভেঙ্গে পড়ে না
আপন মরলে কাঁদতে ভুলে যায়
আসন্ন পরবর্তী দুঃখের জন্য মন আরও দৃঢ় হয়।