তোমার সাথে দেখা হবে এমন দিনে
বৃষ্টি নামবে সেদিন সারা শহর জুড়ে,
ধূসর রঙের গাছের পাতা, রাস্তা ও ফুটপাত
ফিরে পাবে নিজের প্রকৃত গায়ের রং,
রংধনু জানান দিবে নিজ অস্তিত্ব ক্ষনে ক্ষনে।
হিমছড়ি ঝর্ণার স্বাদ নিবো-
নীলক্ষেতের পলিথিনের ছেঁড়া ছাদের নিচে দাঁড়িয়ে,
শীতল হওয়ায় কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরো আমাকে
রাখবো তোমার শির আমার কেশ ভরা বুকে গুঁজে।
শত শত ভীতু দর্শক আমাদের দেখে কটূক্তি করবে-
মার্কেট-দোকানগুলোর ভিতর দাঁড়িয়ে,
তেজগাঁও, মহাখালী, মোহাম্মদপুর সমগ্র মহাসড়ক ব্যাপী
জমা ঘোলা পানির স্রোত দেখবে সবাই অবাক চোখে,
রিক্সা-অটো পৌঁছে দিবে না কোনো গন্তব্যে
দ্বিগুন-ত্রিগুন ভাড়া সাধলেও!
যাত্রী সিটে বসে দুপা তুলে ২ টাকার তামাক পাতা জ্বালিয়ে মজা নিবে বৃষ্টির, যেমনটা নিতো নিজ বাড়িতে থাকলে।