সংমিশ্র উৎসব, নিশ্চিত উপস্থিতি, সংস্কৃতি-নিয়ম অপোষ্য
সংকর ধর্মীয় চেতনার কবিতা ঝুঁকি পূর্ণ,
নতুন নাম স্বর্ণাক্ষরে, `নাস্তিক ফর্দ´ এক লাইন দীর্ঘ।
রক্ত শীতল, মৃত্যুর ভয়, মন সংকুচিত
অধিকার-দাবি আদায়, বিদ্রোহ-মিছিলের শ্রুতিমধুর শ্লোগান
বিদ্রোহী কবিতার উদ্দাম-উচ্ছ্বাস, বিষুব নিম্ন রেখায়
দেশের বাস্তববাদী, স্পষ্টভাষী কবিতার রচয়িতার-
সম্মানী-ভূষণ, বিশিষ্ট দ্রোহীর সনদ ও পদবী।
রূপক কবিতা রচনার কলম কবজ বন্ধ
কল্পনার জগতে ফাঁড়া, কানা ওলার আনাগোনা!
সবুজের স্বাগতম-আলিঙ্গন, মিত্র সন্ধি
কবিতা লেখার যথার্থ উপমার চলমান সন্ধান,
প্রকৃতির কবিতার শখ অপূর্ণ।
সংক্ষিপ্ত আয়ু কাল, অতিবাহিত দীর্ঘ সময়,
ছড়ার ছন্দে অমিল, স্বল্প না ঠিক প্রবন্ধ।
আপন স্বার্থ মুখ্য, গৌণ সমুদয়ের
জাতিসংঘ, ইউনেস্কো, ইউনিসেফ মানবতাবাদী কবি।
প্রেম: একাকীত্ব নিষেধাজ্ঞা, অনুভূতি-আবেগের গভীর সংযোগ
বন্য পশু ঘনিষ্ট, মনুর বংশধর নিন্দিত!
প্রেমের কবিতায় চিরকালের দাড়ি।
পরিচিত মুখের অনর্গল বিদায়, অশ্রুর মজুদ শূন্য
কবিতা লেখার পৃষ্ঠায় বিরহ অনুপস্থিত,
ক্যালেন্ডারে বৃত্ত চিহ্ন অদৃশ্য, রেটিনায় অন্তিম অট্টহাসির ত্রুটিপূর্ণ দিনাঙ্ক,
অসমাপ্ত রম্যতা কবিতার ঠিকানা: ডোড়াকাটা বর্জ্য ঝুঁড়ি।