এসো হে তারুণ্য এসো
সাজাও তোমার দেশ
রাঙাও তোমার প্রিয় জন্মভূমি!

বুঝে নাও তোমার অধিকার -
আর যেন তোমাকে গুম না হতে হয়;
সাহস যেন কেউ না পায় গুলি করবার!

এ দেশ তোমার, তুমি বুঝে নাও।
সরাও আছে যতো জঞ্জাল -
এ দেশ তোমার, তুমি বুঝে নাও।
তোমার মনের মত করে গড়ে নাও।

সুযোগ তুমি বারংবার পাবে না।
মনে করো-এটাই তোমার শেষ সুযোগ।
নইলে আবার তোমাকে অপেক্ষা করতে হতে পারে
দুইশত বছর কিংবা তারও অধিক।

স্রোতে গা ভাসিও না তুমি
পথ হারাইও না
অসম্মান করিও না তাকে
প্রাকৃত যে জন!

মস্তিষ্ককে কাজে লাগিয়ে
সঠিক কাজটিই করো।
তারও আগে পড়াশোনা করো
যা তোমার এগিয়ে চলবার অনিবার্য পথপ্রদর্শক।

নিঃশ্বাস ত্যাগের পূর্ব-মুহূর্ত পর্যন্ত
যা কিছু অর্জন করিবে তুমি,
যা কিছু ভালো ও মন্দ
এবং কল্যানকর তাই তোমার
বিচার দিবসের শেষ সম্বল।