আহ!দেখা হলো না মানুষের জীবন!
বৈচিত্র্যময়তা।
দেখা হলো না ভুবন ভুলানো
চোখ জুড়ানো পৃথিবীর মুগ্ধতা।
আস্বাদিত হলো না অপার সৌন্দর্য।
মানুষের মহিমা।
হৃদয়বানের উদারতা!

পড়ে আছি চার দেয়ালের সংকীর্ণতায়।
দূষিত শহরের এক কোণায়।
নির্মমতায়।
শব্দ দূষণের ভয়াবহতায়!
নেই জীবনের জয়গান।
আছে কুৎসিত কিছু চোখ রাঙানি!
কিছু কুৎসা।
আছে পাষাণের দুরাচার।

আহারে জীবন।
জীবিকাই তার প্রধান সম্মোধন।
গহীন হৃদয়ে গ্লানি লুকিয়ে
মৌনতায় আত্মসমর্পণ।

কবিতাটি একান্তই ব্যক্তিগত।