চারপাশ যখন নিষ্ঠুর হয়,
সে আসে।
যখন শান্ত অবিরত
আর পাখা মেলে উড়তে থাকা বিহ্বলতা
তার প্রস্থান।

বারবার ঠাঁই নিই
যখন স্রোতধারা আর থামতে পারে না
অবকাশ থাকে না গতিহীন হবার
সবকিছু ভেঙে চুরমার হয়
অসাড় হয়ে যায় যাপন
স্থবিরতায় একমনে স্মৃতির উত্থান হয়।

জীবনানন্দ যখন লেখে
কি মনে করে  লেখে
কারও কি বোধগম্য হয়?
কারও মাথায় কি কিছু ধরা পড়ে?
কখনও কখনও পড়ে।
কখনও বা পড়ে না।

জীবন চলে,চলতেই থাকে
থামে আবার চলে
কেউ কেউ থেমে যায়
কাউকে থামানো যায় না।

জীবন কখনও অর্থহীন হয়
বেঁচে থাকবার সৌন্দর্য বিনষ্ট হয়।
কখনও প্রস্ফুটিত হয়
আপন আলোয়।
কখনওবা অন্য আলোর ছায়ায়।

কত রকমের বেঁচে থাকা মানুষের
তবুও তাঁরা অন্ধ হয়ে থাকে
অন্ধকারে।